নয়াদিল্লিঃ নতুন অর্থবর্ষে নয়া উদ্যোগ। ৫টি নতুন ব্যাঙ্কের(Bank) সঙ্গে চুক্তি স্বাক্ষর করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)। গতকাল, অর্থাৎ ১ এপ্রিল থেকে সরাসরি সংগ্রহ ব্যবস্থার আওতায় মোট ব্যাঙ্কের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩২। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মান্ডবিয়া এবং শ্রম ও কর্মসংস্থান এবং এমএসএমই বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে। এখানেই শেষ নয়, রয়েছে আরও চমক। ১ লা এপ্রিল থেকে চালু হয়েছে একটি নতুন নিয়ম। যার মাধ্যমে লাভবান হবেন বহু মানুষ। এবার থেকে অটো সেটেলমেন্ট অব অ্যাডভ্যান্সড ক্লেম (এএসএসি)-র মাধ্যমে এবার থেকে এক ধাপে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন ইপিএফও সদস্যরা। যা আগে ছিল ১ লক্ষ টাকা।
বেড়ে গেল সীমা, পিএফ অ্যাকাউন্ট থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা
সূত্রের খবর, গত সপ্তাহেই বৈঠকে বসেছিল সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিসের ১১৩ তম এক্সজিকিউটিভ কমিটি। সেখানেই এই প্রস্তাব গৃহীত হয়। এরপর এই প্রস্তাবে অনুমোদন দেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিলে চালু হয় অটো সেটেলমেন্ট প্রকল্প। যার মাধ্যমে অসুস্থতার জন্য ৫০ হাজার টাকা ক্লেম করা যেত। ২০২৪ সালে ৫০ হাজার থেকে তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়। এবার এক ধাক্কায় টাকার পরিমাণ বাড়িয়ে করা হল ৫ লক্ষ।
এবার একধাপে পিএফ থেকে তুলতে পারবেন ৫ লক্ষ টাকা, কীভাবে, তা জানুন
EPFO Claim Limit Likely To Increase From Rs 1 Lakh To Rs 5 Lakh, Says Reporthttps://t.co/eZoBAh7CkA
— ABP LIVE (@abplive) April 2, 2025