ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের ভিড জেলায়। রাস্তার কাজ পরিদর্শনে যেতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিল ইঞ্জিনিয়ারের (Civil Engineer)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পারলি বৈজনাথ তহসিল এলাকায়। মৃত যুবকের নাম স্বপনীল ফাড় (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরাই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এদিকে এই দুর্ঘটনাকে খুন বলে দাবি মৃতের পরিবারের।
কাজ পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনায়
জানা যাচ্ছে, নাথরা-সোনপেঠ সড়ক মেরামতির কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। আর এই মেরামতির কাজ যশ কনস্ট্রাকশন নামে একটি সংস্থা করছিল। যে সংস্থার কর্মী ছিলেন স্বপনীল। পরিবারের দাবি সম্প্রতি কাজে ব্যবহৃত জিনিস নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁদের ছেলের। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ কনস্ট্রাকশন সাইট পরিদর্শনে যাওয়ার পথেই তাঁর মোটর বাইকের সঙ্গে থাক্কা লাগে একটি ট্রাকের। যে ট্রাকটি যশ কনস্ট্রাকশনের।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও ঘাতক লরির চালক আটক হয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এদিকে সংস্থার কর্তৃপক্ষের দাবি, এটা নিতান্তই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তাঁরাও। স্বপনীলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁরা।