জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) কুলগামে এখনও অব্যাহত এনকাউন্টার অভিযান। শুক্রবার রাতে অখল দেবসার এলাকায় অভিযান শুরু করে সিআরপিএফ, এসওজি, ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। শনিবার এই অভিযানে নিকেশ হয়েছে এক জঙ্গি। যদিও তাঁর নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি আধিকারিকরা। এমনকী সে কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সেই বিষয়েও এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে বাকিদের খোঁজে এখনও ওই এলাকায় অব্যাহত রয়েছে এনকাউন্টার অভিযান। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি নলিন প্রভাত।
গতকাল থেকেই এলাকা ঘিরে চলছে অভিযান
জানা যাচ্ছে, গতকাল জম্মু-কাশ্মীর পুলিশ গোপনসূত্রে খবর পায় যে কুলগাম জেলার অখলে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি হচ্ছে। সেই খবর পেয়েই যৌথ বাহিনী গঠন করে ওই এলাকায় অভিযান করা হয়। এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সড়িয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত থেকেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। আর তাতেই মেলে সাফল্য। যদিও এই অভিযানে যৌথ বাহিনীর জওয়ানরা সুরক্ষিত রয়েছেন বলে খবর।
পহেলগাম হামলার ঘটনায় মৃত অভিযুক্ত জঙ্গিরা
প্রসঙ্গত, পহেলগাম হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নজরদারি। সম্প্রতি এই ঘটনায় জড়িত তিন মূল অভিযুক্তকে ইতিমধ্যেই নিকেশ করেছে ভারতীয় জওয়ানরা। মহাদেব পর্বতের কাছে তাঁদের সন্ধান মেলে। আর তারপরই অপারেশন মহাদেব অভিযা্নে খতম করা হয় সুলেমান, আফগান ও জিবরানকে।