ওয়াশিংটনে রবিবার ভারতীয় দূতাবাসে খালিস্তানিপন্থীদের বিক্ষোভের সময় এক ভারতীয় সাংবাদিককে হেনস্থার ঘটনায় বিবৃতি প্রকাশ করল ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস।
রবিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে খালিস্তানি পন্থীদের হাতে নিগৃহীত হন ভারতীয় সাংবাদিক ললিত ঝাঁ। নিগৃহীত হওয়ার সময় তিনি মার্কিন পুলিশের সাহায্য চান।
সাংবাদিকের বা-কানে লাঠি দিয়ে প্রহার করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিনি আপৎকালীন নাম্বারে ফোন করেন। এবং পরবর্তীতে মার্কিন সিক্রেট সার্ভিস পুলিশ এসে তাঁকে রক্ষা করেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার ছবি টুইটারেও প্রকাশ করেন ওই সাংবাদিক।
কিছুদিন আগেই লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা চালানো হয়, সানফ্রান্সিসকোতেও বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। এবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা।
সানফ্রান্সিকোতে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান।
খালিস্তানিরা ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসকারী মানুষ। ডিসি-ম্যারিল্যান্ড-ভার্জিনিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা একত্রিত হন ভারতীয় দূতাবাসের সামনে।যদিও আহত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেননি তিনি।
We have seen disturbing visuals of a senior Indian journalist from Press Trust of India being abused, threatened & assaulted physically while covering so called ‘Khalistan protest’ in Washington DC. We understand that the journalist was first verbally intimidated, then physically… https://t.co/Z3YikMu8OS pic.twitter.com/WP9eVcM08R
— ANI (@ANI) March 26, 2023