নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে কোন্দলের মাঝে দেশের শাসক দলের সভাপতি বাছা নিয়ে খবর। ২০২৩ সালে বিজেপি সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু মোটের ওপর ঠিক হয়ে গিয়েছে, ২০২৩-এ ফের সর্বসম্মতিক্রমে জেপি নাড্ডা-কেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে রাখা হবে। সভাপতি পদে ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২০২৪ লোকসভা নির্বাচনে খাতায় কলমে নাড্ডার নেতৃত্বেই লড়বেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা। বিজেপি-তে এখন শেষ কথা বলেন, নরেন্দ্র মোদী- অমিত শাহ-ই। মোদী-শাহর ইচ্ছাতেই তাঁদের ঘনিষ্ঠ পাত্র নাড্ডা দলের সিংহাসনে থেকে যাচ্ছেন।
২০১৯ লোকসভা নির্বাচনে জিতে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর হিমাচলপ্রদেশের স্বচ্ছভাবমূর্তির নেতা জগতপ্রকাশ নাড্ডা-কে দলের দায়িত্ব দেওয়া হয়। নাড্ডার নেতৃত্বে লড়েই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া সহ বেশ কিছু রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পেরেছে বিজেপি। যদিও বাংলা, দিল্লি-র বিধানসভা নির্বাচনে একেবারেই সাফল্য পায়নি দল। তবে নাড্ডা জমানায় তেলেঙ্গনায় ব্যাপক শক্তিবৃদ্ধি হয়েছে পদ্ম শিবিরের। আরও পড়ুন-'অগ্নিপথ' প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর অভিযোগ, ইউটিউব থেকে 'ব্লক' ৪৫ ভিডিয়ো
২০১৪ সালে রাজনাথ সিংয়ের জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন অমিত শাহ। ২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যে নামতে তলেছে বিজেপি। উত্তর ভারত, উত্তর পূর্ব ভারতে একচেটিয়া রাজের পাশাপাশি দক্ষিণ ভারতেও এবার ভাল করার ছক কষছে বিজেপি।