প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ কেরলের(kerala) গ্রামে বন্য হাতির(Wild Elephant) হামলায় মৃত এক বৃদ্ধ দম্পতি। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের কুন্নুড়ের(Kannur) কারিক্কানমুক্কুতে। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ৮২ বছরের ভেল্লি এবং তাঁর স্ত্রী লীলার(৭৪)। স্থানীয়দের মতে, এদিন সন্ধ্যায় ক্ষেতে কাজুবাদাম তুলতে গিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি। আচমকাই তাঁদের উপর হামলা চালায় একটি বন্যহাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। গোটা ঘটনায় প্রশাসনকেই দায়ী করছেন স্থানীয়রা।

কেরলে ফের বন্য হাতির হামলা, মৃত ২

তাঁদের অভিযোগ, অনেকবার অনুরোধ করা সত্ত্বেও কেন বনাঞ্চল সংলগ্ন এলাকায় বনকর্মীদের নিয়োগ করা হচ্ছে না। এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে ভয়ে জীবন কাটাচ্ছি। এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে একাধিক দাবী জানিয়েছি। কিন্তু প্রশাসন তাতে কর্ণপাত করেনি। আর তার মাসুল গুনতে হচ্ছে।" শুধু তাই নয়,এরপর সরকার হাসপাতালের বাইরে ওই নিহত দম্পতির দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন স্থান্নীয় বিধায়ক। শুধু তাই নয়, সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বনবিভাগের অফিসারেরা।

হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধ দম্পতির, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা