ভোপাল, ৭ জুন: চিকিৎসা পরিষেবায় উদাসীনতার আরও এক চরম খারাপ ছবি। অভিযোগ, বিল দিতে না পারায় হাসপাতালের বেডে বেঁধে রাখা হল এক ৮০ বছরের রোগীকে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহাজাপুরের (Shajapur) একটি হাসপাতালের ঘটনা। যদিও হাসপাতালটি দাবি করেছে যে রোগীর খিঁচুনি লেগে যায়। ফলস্বরূপ তাঁর হাত ও পা বেঁধে রাখা হয়েছিল যাতে তিনি নিজেকেই আঘাত করতে না পারেন। গোটা ঘটনা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নজরে এসেছে এবং হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা হাসপাতালও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। জেলা কালেক্টর বলেছেন, আমরা তদন্ত দল পাঠিয়েছি। পুলিশও তদন্ত করবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যদিও রোগীর পরিবারের অভিযোগ, ১১ হাজার টাকা বিল দিতে ব্যর্থ হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর হাত ও পা বেডের সঙ্গে বেঁধে দিয়েছিল। রোগীর মেয়ে বলেন, "আমরা ভর্তির সময় ৫ হাজার টাকা জমা দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন চিকিৎসা চলার পর যখন বিল বেড়ে যায় তখন আমাদের বিল দেওয়ার টাকা ছিল না।" আরও পড়ুন: India-China Military Level Talks: দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সম্মত ভারত-চিন, জানাল বিদেশ মন্ত্রক
Madhya Pradesh: An 80-yr-old man found tied to bed with rope at a hospital in Shajapur allegedly over non-payment of hospital bill. Dist Collector says,‘We’ve sent a team to hospital to investigate matter. Police probe on. Report awaited. Action will be taken accordingly.'(06.06) pic.twitter.com/fWaY4nIi5z
— ANI (@ANI) June 7, 2020
ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে রোগীর খিঁচুনি লেগে যায়, সেই কারণে তাঁকে বেঁধে রাখা হয়েছিল বলে হাসপাতালটি জানিয়েছে। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, "ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে তাঁর খিঁচুনি লেগে যায়। সেই কারণে আমরা তাকে বেঁধে রেখেছিলাম যাতে তিনি নিজেকে আঘাত করতে না পারেন।" চিকিৎসক আরও জানিয়েছেন যে মানবিক কারণে রোগীর পরিবারের থেকে বিল নেওয়া হয়নি।