India-China Military Level Talks: দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সম্মত ভারত-চিন, জানাল বিদেশ মন্ত্রক
India - China Representational Image (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৭ জুন: ভারত ও চিন বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি (Bilateral agreements) অনুসারে সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে। আজ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। গতকালই পূর্ব লাদাখের কাছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা (ndia-China Military Level Talks) হয়। ভারত এই আলোচনার অনুরোধ করেছিল এবং শনিবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) চিনের দিকে মালদোর সীমান্ত বৈঠক হয়। সকাল সাড়ে এগারটার নাগাদ বৈঠক শুরু হয়। ভারতীয় সেনা অফিসারদের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং (Lt Gen Harinder Singh)। চিনের তরফে ছিলেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মেজর জেনারেল লিন লিউ।

আজ বিদেশ মন্ত্রক বলছে, "সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। উভয় পক্ষই বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এবং সীমান্তবর্তী অঞ্চলে শান্তি স্থাপন সংক্রান্ত বিষয়ে চুক্তি বিবেচনায় রেখে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য যা অপরিহার্য।” আরও পড়ুন: Pregnant Cow’s Jaw Blown Off By Explosive: এবার গর্ববতী গোরুর মুখে বিস্ফোরণ; অভিযুক্ত মালিকের প্রতিবেশী

বিদেশ মন্ত্রক বলেছে, "এই বছর দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ তম বার্ষিকী। এই বিষয়টি মাথায় রেখে দুই দেশই দ্রুত সমস্যা সমাধান করে সম্পর্ক আরও উন্নতিতে অবদান রাখবে।" সরকার আরও বলেছে যে নতুন দিল্লি এবং বেজিং পরিস্থিতি সমাধানে এবং সীমান্ত অঞ্চলে শান্তি নিশ্চিত করতে সামরিক ও কূটনৈতিক কাজ চালিয়ে যাবে।