নয়াদিল্লিঃ দেশলাই বাক্স (Matchbox)নিয়ে বিবাদের জের। আর এই সামান্য জিনিসের জন্য পিটিয়ে খুন করা হল এক প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ( Uttar Pradesh)হাথরস জেলায়(Hathras District)। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। মৃতের নাম ছব সিং। বয়স ৬০। গত মঙ্গলবার রাতে হাথরসের নজা নাগলা গ্রামে কাল্লান নামে এক ব্যক্তির বাড়িতে মদ্যপানের আসর বসে। সেখানে উপস্থিত ছিলেন ছব সিং। এছাড়া ছিলেন সন্তোষ বলে এক ব্যক্তি। তার বাড়ি গৌহানা গ্রামে।
উত্তরপ্রদেশে ফের খুন, গ্রেফতার ২
পুলিশ সূত্রে খবর, ওই আসরেই দেশলাইয়ের বাক্স নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বচসা চরমে পৌঁছলে হাতাহাতি শুরু হয়। এরপর বাড়ি থেকে লোহার রড বের করে ছব সিংকে পেটাতে শুরু করে সন্তোষ। মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছব সিংয়ের। এরপর বুধবার গ্রাম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে। অন্যদিকে এই ঘটনার পর থেকেই পলাতক সন্তোষ ও কাল্লান। তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে তারা।
সামান্য দেশলাই বাক্সের জন্য মদের আসরে বন্ধুকে খুন, গ্রেফতার ২
Elderly Man Killed After Argument Over Matchbox Escalates In UP: Cops https://t.co/pHQRqcecMV pic.twitter.com/fobz0UgRpy
— NDTV (@ndtv) August 20, 2025