Naib Shahi Imam (Photo Credit:: ANI/X)

দিল্লি, ৬ জুন: বকরি ঈদ নিয়ে বড় কথা বললেন জামা মসজিদের (Jama Masjid) নায়েব শাহি ইমাম (Naib Shahi Imam)। বকরি ঈদ (Bakrid) বা ঈদুল আজহায় ( Eid-ul-Adha 2025) যাতে কেউ প্রকাশ্যে পশু বলি না দেন, সেই আবেদন করেন শাহি ইমাম। তিনি বলেন, মুসলিম (Muslim) সম্প্রদায়ের সমস্ত মানুষের কাছে তিনি আবেদন করছেন, যাতে প্রকাশ্যে পশু বলি বা কুরবানি (Sacrifice Animals) না দেওয়া হয়। সরকার যে নিয়ম নির্ধারিত করেছে, তা যাতে প্রত্য়েকে মেনে চলেন, সেই আবেদন জানান শাহি ইমাম।

প্রসঙ্গত রাস্তায় খোলা অবস্থায় যাতে পশু বলি বা কুরবানি না দেওয়া হয়, সে বিষয়ে নির্দেশিকা জারি করা হয় দিল্লি (Delhi) এবং উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের তরফে। সরকার যে জায়গাগুলিকে কষাইখানা হিসেবে নির্ধারিত করেছে, সেখানেই যাতে গরু, ছাগল এবং অন্যান্য পশু  জবাই করা হয়, সে বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।

শুনুন কী বললেন শাহি ইমাম...

 

আরও পড়ুন: When Is Eid 2025: কবে বকরি ঈদ, মুসলিমদের কাছে ঈদুল আজহার গুরুত্ব কতটা, জানুন ইতিহাস

দিল্লি এবং উত্তরপ্রদেশের পাশাপাশি  অন্ধ্রপ্রদেশেও জারি করা হয়েছে নয়া নিয়ম। অন্ধ্র সরকারের তরফে জানানো হয়েছে, বকরি ঈদ বা ঈদুল আজহায় কেউ গরু, বাছুর বা উট কুরবানি দিতে পারবেন না। অর্থাৎ গরু, বাছুর উটের জবাই নিষিদ্ধ করা হয়েছে  চন্দ্রবাবু নায়ডু সরকার।

সরকারি নির্দেশিকা খণ্ডন করে যদি কেউ গরু, বাছুর বা উট জবাই করে, তাহলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট নিয়মের বাইরে যাতে কেউ না বের হন, সে বিষয়ে এবার কড়া অন্ধ্র সরকার।