
কলকাতা, ৫ জুন: ৭ জুন পালিত হবে বকরি ঈদ (Bakrid)। ভারতীয় উপমহাদেশে পবিত্র উৎসব হিসেবেই পালিত হয় বকরি ঈদ বা ঈদুল আজহা (Eid al-Adha 2025 )। জানা যাচ্ছে, ৭ জুন পালতি হবে বকরি ঈদ। তবে সবটাই চাঁদ দেখার উপর নির্ভর করেছে। গোটা বিশ্বের পাশাপাশি তাই ভারতেও পবিত্র বকরি পালন করা হয় উৎসবের আকারে।
জানা যায়, আল্লাহর উপর মহম্মদ ইব্রাহিমের যে অটুট বিশ্বাস ছিল, তারই প্রকাশ হিসেবে পালন করা হয় এই ঈদুল আজহা বা বকরি ঈদ। এই উৎসব কেন মুসলিমরা পালন করেন এবং কেন তাঁদের কাছে এত পবিত্র জানুন...
বকরি ঈদের ইতিহাস (History Of Eid al-Adha 2025 )
ছাগল, ভেড়া, উটের মত বিভিন্ন পশুর কুরবানি দেওয়া হয় এই বকরি ঈদে। অর্থাৎ উৎসর্গ করা হয়। এই কুরবানিই মূল রীতি হল ঈদুল আজহার। এই দিনে কুরবানি দিয়ে আল্লাহর উপর মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষের বিশ্বাস আরও অটুট হয়।
ইসলামিক বিশ্বাস অনুযায়ী, প্রফেট ইব্রাহিম কোনও দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তাঁর নিজ পুত্র ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হন। আল্লাহর প্রতি যে অটিট বিশ্বাস, তা অবিচল রেখেই ইব্রাহিম তাঁর পুত্রকে উৎসর্গ করতে যান। স্বপ্নাদেশে আল্লাহর ওই নির্দেশ পেয়েই ইব্রাহিম পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন বলে জানা যায়। তবে আল্লাহর কৃপায় শেষ পর্যন্ত ইসমাইলকে আর কুরবানি দিতে হয়নি ইব্রাহিমকে। কুরবানির মঞ্চ থেকে এরপর ইসমাইলকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে দেখা যায়। বিশ্বাস, আল্লাহই শেষ পর্যন্ত কুরবানির বেদীতে ইসমাইলের জায়গায় একটি ভেড়া রাখেন। যার ফলে ইসমাইল অক্ষত অবস্থায় তাঁর বাবার কাছে ফিরে আসেন।
সেই রীতি অনুসরণ করেই বকরি ঈদে কুরবানির নিয়ম রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে।