নিউ দিল্লি, ১২ আগস্ট: Eid al- Adha 2019; আজ সকাল থেকে দেশের মসজিদগুলোতে চলছে পবিত্র ঈদ উদযাপন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind) আজ টুইটের মাধ্যমে দেশের সমস্ত মুসলমান সম্প্রদায়ভুক্ত ভাই- বোনেদের খুশীর ঈদের শুভেচ্ছা বার্তা জানান। ইদুজ্জোহা-র গুরুত্বকে সামনে রেখে তিনি দেশবাসীকে শান্তি ও খুশী থাকার বার্তা দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটের মাধ্যমে জানান, " ঈদ আল-আধার পবিত্র উৎসবে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই পবিত্র ঈদ আমাদের সমাজে শান্তি ও খুশী নিয়ে আসবে। ঈদ মোবারাক।" আরও পড়ুন- ৩৭০ রদ হওয়ায় সন্ত্রাসবাদের শেষ হবে দাবি অমিত শাহ-র, শ্রীনগরে ফের বিধিনিষেধ জারির খবর
of Eid al-Adha. I hope it furthers the spirit of peace and happiness in our society. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 12, 2019
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটের মাধ্যমে আজকের পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা জানান। হিন্দি, ইংলিশ ও উর্দু ভাষাতে টুইট করেন।
Eid Mubarak to all fellow citizens, especially to our Muslim brothers & sisters in India and abroad.
Idu'I Zuha symbolizes love, fraternity and service to humanity. Let us commit ourselves to these universal values that represent our composite culture #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 12, 2019
রাহুল গান্ধীর জানানো শুভেচ্ছাবার্তা,
Eid Mubarak to all of you 🌈 pic.twitter.com/XLoX4RQZhb
— Rahul Gandhi (@RahulGandhi) August 12, 2019
রাহুল গান্ধী ছাড়াও অন্যান্য নেতামন্ত্রীরাও টুইটের মাধ্যমে ঈদের শুভেচ্ছাবার্তা জানান। ঈদ আল আধার পবিত্র উৎসবে দেশ জুড়ে রয়েছে খুশীর আমেজ।