![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/05/jioa-380x214.jpg)
কলকাতা, ৯ জুলাই: ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার (West Bengal HS Exam 2020) ফল। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে রাজ্য সরকার। সংসদ জানিয়েছে, যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন, সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে।
এবিপি আনন্দর খবর অনুযায়ী, সংসদে নম্বর জমা পড়া এখন শেষের দিকে। ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশের কথা ভাবা হচ্ছে, শুধু রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। তবে পড়ুয়াদের হাতে কীভাবে মার্কশিট তুলে দেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা চলছে। বর্তমান পরিস্থিতিতে অনেক স্কুলই এখন কোয়ারান্টিন সেন্টার। মার্কশিট নিতে হলে স্কুলে নিয়ে আসতে হবে ছাত্র-ছাত্রীদের। এক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও পড়ুন: ICSE, ISC Exam 2020 Cancelled: CBSE-র পথেই হাঁটল CISCE, দশম এবং দ্বাদশ শ্রেণির বকেয়া পরীক্ষা বাতিল করল ICSE ও ISC বোর্ড
প্রাথমিকভাবে পুরো প্রক্রিয়া অনলাইনে করার পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশের বাকি বোর্ডগুলো কী করছে তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় শিক্ষা দপ্তর। যদিও বিকল্প পদ্ধতি হিসেবে মার্কশিট ছাপিয়ে তৈরি রাখা হবে বলেই জানানো হয়েছে। এ বছর উচ্চমাধ্যমিকে বসে ৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ।