Representational Image (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৭ জুলাই: আজ শুক্রবার ১৭ জুলাই প্রকাশিত হচ্ছে রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলাফল। বিকেল চারটে নাগাদ অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফ জানতে পারবেন। তবে মহামারী করোনার দাপটে সবকটি পরীক্ষা এবার না হওয়ায় উচ্চমাধ্যমিকের মেধা তালিকা বেরবে না। এদিকে উচ্চমাধ্যমিকের ফলাফল উপলক্ষে আগেভাগেই রাজ্যের পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতবারের তুলনায় এবার ফলাফল আরও ভাল। ছাত্রীদের সাফল্যও নজরকাড়া। মেধা তালিকায় রাজ্যে সেরা প্রথম দু'জনই ছাত্রী। হাই মাদ্রাসা বা দশমের পরীক্ষায় উল্লেখযোগ্য হারে পাশ করেছে অমুসলিম ছাত্রছাত্রীরাও।

আজ উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে হলে কী করবেন?

  • এসএমএসের মাধ্যমে ফল জানতে WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩-এ পাঠাত হবে।
  • মোবাইল অ্যাপ ডাউনলোড করে results.shiksha এর মাধ্যমে ফল জানা যাবে।
  • exametc.com-এ আগে থেকে মোবাইল এবং রোল নম্বর রেজিস্টার করা থাকলে ফলপ্রকাশের পর এসএমএসে ফলাফল জানা যাবে।
  • পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল জানুন। http://wbresults.nic.in
  • এছাড়াও নিম্নলিখিত ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা exametc.com,
  • results.shiksha,
  • westbengal.shiksha,
  • westbengalonline.in,
  • indiaresults.com,
  • jagranjosh.com,
  • technoindiagroup.com,
  • technoindiauniversity.ac.in,
  • http://tigpublicschool.org এবং
  • fastresult.in

এর আগে গত বুধবার চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এবার উচ্চমাধ্যমিকের পালা। গত ১২ মার্চ থেকে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়। ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে শেষের তিনটি পরীক্ষার দিন পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার।