কলকাতা, ৮মে: আগামী ২১মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik class 10 exam result)-র ফলাফল। তার মানে লোকসভা ভোটের ফল ঘোষণার দু'দিন আগেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল ঘোষণা হয়ে যাবে। সেদিন সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে wbbse.org, wbresults.nic.in ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhymik Examination) শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এই বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। প্রসঙ্গত গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৪৯%। অন্যদিকে, আগামী ২ জুনের মধ্যে প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল ( WB HS Result)।
চলতি বছর ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। ওই দিনই মার্কশিট হাতে পেয়ে যাবে পড়ুয়ারা। ওয়েবসাইট ছাড়াও এসএমএস করে ফল জানা যাবে। এরপর ২ জুনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে।