ফাইল ফোটো (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মেন (UPSC Mains) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ২০১৯ সালে ২০-২৯ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়। যে সমস্ত পরীক্ষার্থী IAS, IPS, IFS ও অন্য প্রশাসনিক পদের পরীক্ষা দিয়েছিলেন ও ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন তাঁদের রোল নম্বর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) অফিশিয়াল পোর্টাল upsc.gov.in এ দিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে। দিল্লিতে ধোলপুর হাউজ়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে হবে ইন্টারভিউ। ২৭ জানুয়ারি থেকে প্রার্থীরা ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ২৭ জানুয়ারি থেকে পাওয়া যাবে। কমিশনের ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.in থেকে ডাউনলোড করা যেতে পারে। আরও পড়ুন: CBSE: সিবিএসই-র কড়া সিদ্ধান্ত; ৭৫% উপস্থিতি না থাকলে দিতে দেওয়া হবে না ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা

ইন্টারভিউ-এ যাওয়ার সময় বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের, পারিবারিক ইনকাম সার্টিফিকেটের মতো অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের যেতে হবে।