
নির্দিষ্ট কিছু অভিযোগ ও দাবির ভিত্তিতে বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান-বিক্ষোভের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (JUTA)। জানা গেছে দুপুর দুটো থেকে চারটে - টেকনোলজি ভবনের সামনে চলবে জমায়েত। বুধবার এ কথা জানিয়ে জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতীম রায় এক বিবৃতিতে তাঁদের নির্দিষ্ট কিছু অভিযোগ লেখেন। তিনি বলেন - এখনো পর্যন্ত এপ্রিল মাসের বেতন আটকে রেখেছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের corpus fund এর টাকা দিয়ে দৈনন্দিন খরচ করার ফলে সেই টাকা তলানিতে । আর সর্বোচ্চ ২ মাসের মাইনে হতে পারে সেই টাকায়।এখন আবার নতুন করে গেস্ট ফ্যাকাল্টির অনুমোদন আটকে দিয়েছে বিকাশ ভবন।এতদিন পর্যন্ত মেইনটেনেন্স খাতে বছরে গড়ে প্রায় ৩০ কোটি টাকা করে কম দিচ্ছিলো সরকার - এখন মাইনের টাকা থেকেও বেশ কিছু টাকা কেটে রেখেছে। এছাড়া পার্ট টাইম কোর্স এর খরচ , চার্জ এলাউন্স , অফিসিয়েটিং এলাউন্স, সিকিউরিটি থেকে মেইনটেন্যান্স - সমস্ত এজেন্সী ফী - এর কোনোটাই দিচ্ছে না সরকার। এর মধ্যে এইচআরএমএস চালু করে পদোন্নতি, বেতন-বিন্যাস, গ্র্যাচুইটি, ছুটির হিসেব,ছুটির বদলে টাকা, প্রভিডেন্ট ফান্ড, - সমস্ত কিছু বিকাশ ভবনের আওতায় নিয়ে যেতে চাইছে। এর সাথে আবার বদলি চালুর ব্যবস্থাও থাকছে এই এইচআরএমএস-এর মধ্যে। দুর্নীতির নতুন দিগন্ত খুলছে । এর মধ্যেই খবর এসেছে বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর পেনশন দীর্ঘদিন আটকে ছিল এইচআরএমএস পদ্ধতিতে। সেই কর্মচারী দীর্ঘদিন আইনি লড়াই এর মধ্যে দিয়ে গিয়ে কোর্ট থেকে জিতে এসেছিলেন। কিন্তু পেনশন পাননি এইচআরএমএস পদ্ধতিতে। তিনি সেই ধাক্কা সামলাতে না পেরে মারা গেছেন।একই রকম ভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার মারা যাওয়ার পরে দেড় বছর ধরে তার পরিবার ফ্যামিলি পেনশন পাননি এইচআরএমএস-এর গেরোয় পরে। একই অবস্থা হয়েছে একজন অধ্যাপকের।
পার্থ প্রতিম রায় এই অবস্থার চরম প্রতিবাদ করে সকলকে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে অর্ধদিবস কর্মবিরতি ও প্রতিবাদ অবস্থানে সামিল হতে ডাক দিয়েছেন।