UPSC Exam: ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য অতিরিক্ত সুযোগ দিতে রাজি কেন্দ্রীয় সরকার
ফাইল ফোটো (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি: করোনাভাইরাস মহামারীর কারণে যে সব প্রার্থীরা ইউপিএসসি (UPSC Civil Services exam) সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারেননি তাঁদের অতিরিক্ত সুযোগ দিতে রাজি হল কেন্দ্রীয় সরকার। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) একথা জানিয়েছে সরকার। রচনা সিং নামে এক প্রার্থীর আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। করোনা মহামারীর কারণে গত বছরের অক্টোবরে হওয়া সিভিল সার্ভিস পরীক্ষায় যারা বসতে পারেননি তাঁরা যাতে অতিরিক্ত সুযোগ পান সেই আবেদন নিয়ে রচনা আদালতের দ্বারস্থ হন। সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে মে মাসে পরীক্ষাটি হওয়ার কথা ছিল তবে কোভিড -১৯ মহামারীজনিত কারণে সেটি অক্টোবরে হয়েছিল।

মামলার শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্র এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে (ইউপিএসসি) নির্দেশ দেয় যাতে তারা আবেদনকারীদের অতিরিক্ত সুযোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করে। শীর্ষ আদালত বয়সের ঊর্ধ্বসীমাও একই পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছিল। সেই সময় সরকার জানিয়েছিল তারা এই বিষয়ে ভাবনাচিন্তা করছে। তবে ২২ জানুয়ারি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু বিচারপতি এএম খানওইলকারের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়ে দেন অতিরিক্ত সুযোগ দিতে চায় না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী ৪ অক্টোবর মোট ৪ লাখ ৮৬ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আরও পড়ুন: UPSC Exam: ইউপিএসসি সিভিল সার্ভিসের জন্য অতিরিক্ত সুযোগ নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার

ইতিমধ্যে, সিভিল সার্ভিসেস মেন পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা ৮-১৭ জানুয়ারি পর্যন্ত চলেছে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১০ হাজারেরও বেশি প্রার্থীকে মেন পরীক্ষায় শর্টলিস্ট করা হয়েছিল।