প্রতীকী ছবি(Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি,  ১৬ অক্টোবর: আজ ১৬ অক্টোবর নিট পরীক্ষার (NEET 2020) ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। NEET পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in এ চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিকেল ৪টে নাগাদ ফলপ্রকাশ হবে। পরীক্ষার্থীদের ভারতের প্রিমিয়াম মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য এনটিএ দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। সাধারণ বা অসংরক্ষিত (UR) বিভাগের প্রার্থীদের পরীক্ষায় কমপক্ষে ৫০ পার্সেন্টাইল পেতে হবে। এসসি / এসটি / ওবিসি তালিকাভুক্তদের ৪০ পার্সেন্টাইল নম্বর পাওয়া দরকার।

রেজাল্ট কীভাবে দেখবেন:

  • প্রথমে ntaneet.nic.in ওয়েবসাইটে যান
  • এরপর হোমপেজে থাকা ‘NEET (UG) - 2020 Result’ এই লিঙ্কে ক্লিক করুন
  • এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ সহ অন্য তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন
  • রেজাল্ট স্ক্রিনে দেখাবে
  • রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।

১৩ সেপ্টেম্বর হয় NEET পরীক্ষা, সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ অক্টোবর ফের পরীক্ষা নেওয়া হয়। ১৪.৩৭ লাখের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসেছেন। সফল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য হবে এমবিবিএস ও বিডিএসের অল ইন্ডিয়া কোটায় অনলাইন কাউন্সেলিং। দায়িত্বে রয়েছে মেডিকেল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। এইমস এমবিবিএম ও জেআইপিএমইআর এমবিবিএসের অ্যাডমিশনও হবে নিটের স্কোরের ভিত্তিতে।