নয়াদিল্লি: কোভিড-১৯ মহামারির (COVID-19 pandemic) কারণে শিক্ষা ব্যবস্থা ও পড়ুয়াদের উপর প্রচুর চাপ তৈরি হয়েছে বলে দাবি করছিলেন বিভিন্ন শিক্ষাবিদরা।
এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের উপর থেকে বিষয়বস্তুর চাপ কমাতে (reduce the content load) এবার দশম শ্রেণীর পাঠ্যপুস্তক (class 10th textbook) থেকে উপাদানের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ (Periodic Classification of Element), গণতন্ত্র (Democracy), রাজনৈতিক দলগুলি (political parties) সম্পর্কে সম্পূর্ণ পৃষ্ঠা ও গণতান্ত্রিক ব্যবস্থার চ্যালেঞ্জের (Challenges to Democracy) পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগের সম্পূর্ণ অধ্যায় বাদ দিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ও ট্রেনিং সংগঠন (National Council of Educational Research and Training)।
এই সিদ্ধান্তের ফলে দশম শ্রেণীর পড়ুয়াদের উপর থেকে চাপ অনেকটাই কমবে বলে মত তাদের। আরও পড়ুন: Palghar Shocker: মহারাষ্ট্রে স্টোনম্যান! পালঘরে প্রৌঢ়াকে পাথর দিয়ে থেঁতলে খুনে অভিযুক্ত যুবক
NCERT drops full chapters of Periodic Classification of Element, Democracy, political parties (full page) and Challenges to Democracy from class 10th textbook to reduce the content load on students in view of the COVID-19 pandemic: NCERT (National Council of Educational Research… pic.twitter.com/KsGUh80Wzu
— ANI (@ANI) June 1, 2023