পালঘর: বেশ কয়েক বছর আগে কলকাতায় (Kolkata) হঠাৎ ছড়িয়ে ছিল স্টোনম্যানের (Stoneman) আতঙ্ক। রাস্তার ধারে ফুটপাথের শুয়ে থাকা মানুষরাই ছিল সেই স্টোনম্যানের টার্গেট! এভাবে অনেক মানুষের মৃত্যু হলেও কোনওভাবে সন্ধান পাওয়া যায়নি সেই স্টোনম্যানের। গ্রেফতারও হয়নি কেউ। পরে আস্তে আস্তে কালের নিয়মে মানুষের মন থেকে মুছে গেছে সেই না দেখা স্টোনম্যানের আতঙ্ক! তবে এবার সেই আতঙ্কের রেশ যেন ফিরল মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে (Palghar)। এক প্রৌঢ়াকে পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
পালঘর পুলিশ সূত্রে জানা গেছে, পালঘরের ওয়াদা থানা (Wada PS) এলাকার বাসিন্দা ৫৫ বছরের ইন্দুরা ওরফে সঙ্গীতা ধাবুলা ধিন্দা (Indura alias Sangeeta Dhavlu Dhinda) নামে এক প্রৌঢ়াকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ (allegedly murdered) উঠেছে ৩৮ বছরের বিকাশ নামে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি জানার পরেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় (IPC sections) অভিযুক্ত যুবকের নামে ওয়াদা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও (investigation underway)। তবে অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক (absconding) থাকায় তাকে এখনও গ্রেফতার করা যায়নি। আরও পড়ুন: Manipur Violence: 'অস্ত্র সমর্পণ করুন না হলে ফল ভুগতে হবে', অশান্ত মণিপুর নিয়ে কড়া অমিত শাহ
Maharashtra | A 55-year-old woman named Indura alias Sangeeta Dhavlu Dhinda was allegedly murdered by a 38-year-old man named Vikas by bludgeoning her with a stone. Accused absconding. Case registered under IPC sections at Wada PS. Further investigation underway: Palghar Police
— ANI (@ANI) June 1, 2023