West bengal Board of Secondary Education

ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন জানাল মধ্যশিক্ষা পর্যদ। আগামী ২ মে  পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ৮০ দিনের মাথায় এই ফল প্রকাশিত হচ্ছে বলে পর্ষদ সূত্রে জানান হয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে  ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে ৮ মে। উল্লেখ্য উচ্চ মাধ্যমিক ১৬ই ফেব্রুয়ারি শুরু হয়ে চলেছিল ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।৬৯ দিনের মাথায় এর ফলাফল প্রকাশিত হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক ৩ মার্চ।