Question Paper Leak Of Madhyamik 2020: 'আমার জানা নেই, আমাকে ওই প্রশ্নপত্র পাঠান'...মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে বললেন পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি
মাধ্যমিক (প্রতীকী চিত্র: Pixabay)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: নিরাপত্তা সত্ত্বেও মাধ্যমিকের (WBBSE Madhyamik 2020) প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র (Question Paper Leak)। এমনটাই অভিযোগ উঠেছে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ হৈ পড়ে গিয়েছে। ঘটনা তথ্য কি না তা জানা যাবে পরীক্ষা শেষের পর। কিন্তু এই ঘটনা নাকি নজরগোচরই হয়নি পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলির (Kalyanmoy Ganguly)। প্রতিক্রিয়া জানিয়ে এমনটাই বলেছেন তিনি মঙ্গলবার।

এদিন কল্যাণময়বাবু জানান, "বিষয়টি আমার জানা নেই, আমাকে ওই প্রশ্নপত্র পাঠান।" ভাইরাল হওয়া প্রশ্নটিতেই পরীক্ষা (Bengali Exam) বজায় থাকবে নাকি তা বাতিল করে পরীক্ষা হবে তা স্পষ্ট নয় এখনও। বেলা ৩ টেয় পরীক্ষা শেষের পরই প্রকাশ্যে আসবে পুরো বিষয়টি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই দাবি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারের উপরও জারি ছিল নিষেধাজ্ঞা। এত নিরাপত্তা থাকা স্বত্ত্বেও পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপের মারফত প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠল। গত বছর ও প্রশ্ন ফাঁস বিতর্কে জড়িয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ৭টি পরীক্ষারই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। আই এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল ২ ঘণ্টা বন্ধ রাখার কথা বলা হয়ে ছিল ইন্টারনেট। কিন্তু সেই নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ফাঁস হওয়ার অভিযোগ উঠল প্রশ্নপত্র। আরও পড়ুন: Madhyamik 2020: মাধ্যমিকের প্রথম দিনেই বাংলাভাষার প্রশ্নফাঁসের অভিযোগ

আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উত্তেজনা, উৎকণ্ঠা ভয় তো ছিলই। সেসবের মধ্যে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক (Controversy)। প্রশ্নফাঁস রুখতে পরীক্ষা চলাকীলান ৪৩ টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু শেষমেষ গিয়েও প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।