রাঁচি: প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা (Competitive Examination) ও নিয়োগে (Recruitment) দুর্নীতি (Corruption) ঠেকাতে বৃহস্পতিবার ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Legislative Assembly) পাশ হল প্রতিযোগিতামূলক পরীক্ষা বিল ২০২৩ (Jharkhand Competitive Examination Bill 2023)।
নতুন এই বিলের মাধ্যমে পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস (Paper leaks) ও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ঘটনা রোখার চেষ্টা হবে বলে জানা গেছে। পাশাপাশি এই বিলের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে যদি কোনও পরীক্ষার্থী নকল (Cheat) করতে গিয়ে ধরা পড়ে বা কোনও চক্র প্রশ্ন ফাঁস-সহ যেকোনও দুর্নীতি করে তাহলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও জানা গেছে, এই বিল পাশ করানোর উদ্দেশ্য হল ঝাড়খণ্ড সরকারের যেকোনও রকম সরকারি চাকরির পরীক্ষায় প্রতারণা ও প্রশ্ন ফাঁসের ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা।
এই বিলে বর্ণিত ধারা অনুযায়ী, যদি কোনও পরীক্ষার্থী সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার সময় নকল বা কোনও অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে তিন বছরের জেলের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে। সে যদি জরিমানা দিতে অক্ষম হয় তাহলে অতিরিক্ত ৯ মাস জেল খাটতে হবে তাকে। আরও পড়ুন: RSS Office Attacked In UP Video: গেটের সামনে প্রস্রাব করতে নিষেধের জেরে গণ্ডগোল, দেখুন উত্তরপ্রদেশের আরএসএস দফতরে তুমুল মারামারির ভিডিয়ো
Jharkhand Legislative Assembly passes the Jharkhand Competitive Examination (Prevention and Redressal of Unfair Means in Recruitment) Bill, 2023. The Bill deals with stringent provisions of punishment for students caught cheating during examinations as well as nexus involved in…
— ANI (@ANI) August 3, 2023