শাহজাহানপুর: এক ব্যক্তি দফতরের গেটের সামনে প্রস্রাব (Urinate) করছিল। বিষয়টি দেখতে পেয়ে তাকে বারণ করেন সেখানে থাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) সদস্যরা। যার জেরে তাঁদের মারধর করার পাশাপাশি ওই দফতরে (office) ভাঙচুর (Ruckus) ও গুলি (firing) চালানোর অভিযোগ উঠল একদল লোকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরে (Shahjahanpur)।
এপ্রসঙ্গে শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার জানান, বুধবার রাতে এক ব্যক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় দফতরের সামনে প্রস্রাব করছিল। বিষয়টি দেখতে পেয়ে তাকে বারণ করেন দফতরে থাকা কয়েকজন স্বয়ংসেবক। এর জেরে ওই ব্যক্তি ও সঙ্গে থাকা সঙ্গীরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। কিছুক্ষণ পরে অভিযুক্তদের সঙ্গে আরও ৫০ জন যোগ দিয়ে আরএসএস দফতরে ভাঙচুর চালায় বলে জানা গেছে।
দেখুন ভিডিয়ো:
➡️RSS कार्यालय पर जमकर पथराव
➡️महानगर प्रचारक और कार्यकर्ताओं को पीटा
➡️दीवार पर टॉयलेट करने के विरोध पर बवाल
➡️पुलिस खड़ी रही, अराजक लोग करते रहे पथराव
➡️सदर बाजार के टाउन हॉल स्थित RSS कार्यालय की घटना।@RSSorg @Uppolice pic.twitter.com/kTJ8gydo93
— TV9 Uttar Pradesh (@TV9UttarPradesh) August 3, 2023
ওই দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মী রবি মিশ্র অভিযোগ করেন, হামলাকারীরা দফতর ও স্বয়ংসেবকদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি গুলিও ছোঁড়ে। এর ফলে তিন স্বয়ংসেবক সামান্য জখম হন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রবি মিশ্রর অভিযোগের ভিত্তিতে পাঁচজন পরিচিত ও ৪০-৫০ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এর ভিত্তিতে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শশাঙ্ক গুপ্তা, শিবাঙ্ক গুপ্তা ও মুকেশ গুপ্তা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য চারটি দল গঠন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরএসএস দফতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আরও পড়ুন: Nuh Violence: নুহ-তে উত্তেজনা ছড়ানোর আগে মনু মানেসরের সঙ্গে ভাইরাল হয় বিট্টু বজরঙ্গীর ভিডিয়ো
Ps सदर बाजार क्षेत्रांतर्गत शहीद उद्यान के सामने व्यक्ति द्वारा RSS कार्यालय की दीवार पर पेशाब करने तथा मना करने पर व्यक्ति व उसके साथियों द्वारा मारपीट व गाली-गलौज आदि करने की घटना में 03 अभियुक्तों की गिरफ्तारी के सम्बन्ध मे श्री अशोक कुमार मीणा, SP #shahjahanpurpol की बाइट। pic.twitter.com/dvtMgLhdpt
— SHAHJAHANPUR POLICE (@shahjahanpurpol) August 3, 2023