জেইই মেইনস ফলাফল ২০২০: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) শিগগিরই তার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্স মেইনস প্রবেশিকা পরীক্ষার ফলাফল (JEE Mains results 2020) ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন যে জেইই মেইনস ২০২০-র ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই এটি ঘোষণা করা হবে। ১১ সেপ্টেম্বর ফল ঘোষণা হতে পারে বলে এখনও পর্যন্ত খবর।
জেইই মেইনস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অনলাইনে তাদের ফলাফলটি দেখতে পারবেন। jeemain.nta.nic.in এই ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে। আরও পড়ুন: Times World University Rankings 2021: বিশ্বের শীর্ষ ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয়
রেজাল্ট কীভাবে দেখবেন: প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান
হোমপেজে “JEE Mains 2020 results” এই লিঙ্কে ক্লিক করুন
এরপর নতুন একটি পেজ খুলে যাবে
এখানে অ্যাপ্লিকেশন নন্বর, জন্ম তারিখ ও অন্য ডেটা এন্ট্রি করে এন্টার করুন
এবার পেজে রেজাল্ট দেখাবে
রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন
১-৬ সেপ্টেম্বর জেইই মেইনস-২০২০ পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয়েছে। পরীক্ষার অ্যানসার কি গতকাল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর সকাল ১০টা বা তার আগে প্রশ্নপত্র নিয়ে আপত্তি তুলতে পারবেন। তার জন্য ২০০ টাকা ফি দিতে হবে।