নয়াদিল্লি: ভারতের শিক্ষক দিবসের দিনে নির্বাচিত ৭৫ জনের হাতে ২০২৩ সালের জাতীয় শিক্ষকের পুরস্কার (National Teachers' Award 2023) তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। পাশাপাশি মঙ্গলবার নয়াদিল্লিতে (Delhi) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের উন্নতিতে শিক্ষক-শিক্ষিকাদের অপরিসীম অবদানের কথাও ফের একবার স্মরণ করিয়ে দেন তিনি।
দেখুন ভিডিয়ো:
On #TeachersDay, President Droupadi Murmu confers the National Teachers' Award 2023 to 75 selected awardees, in Delhi
(Photos: DD) pic.twitter.com/2vJ7677oUX
— ANI (@ANI) September 5, 2023
#WATCH | President Droupadi Murmu says, "When teachers appreciate or encourage or punish, students remember everything. If they are punished to improve them, students realise it with time. So, I believe that giving them love is more important than giving them education...Our… pic.twitter.com/5TjM8N7CC9
— ANI (@ANI) September 5, 2023
অডিটোরিয়ামে উপস্থিত মানুষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "শিক্ষকরা যখন প্রশংসা (appreciate) করেন, উৎসাহ (encourage) দেন বা শাস্তি (punish) দেন তখন শিক্ষার্থীরা সবকিছু মনে রাখে। তাদের জীবনের উন্নতি করতে যদি শাস্তি দেওয়া হয়, পড়ুয়ারা সময়ের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। তাই, আমি বিশ্বাস (believe) করি যে তাদের শিক্ষা (education) দেওয়ার চেয়ে তাদের ভালোবাসা (love) দেওয়া বেশি গুরুত্বপূর্ণ...আমাদের শিক্ষা নীতি (Education Policy) ভারতীয় সংস্কৃতি (Indian culture) এবং গর্বের (pride) সঙ্গে সংযোগ স্থাপন করার বিষয়কে গুরুত্ব দেয়।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | President Droupadi Murmu says, "...Our teachers and students should gather detailed knowledge from Charak and Sushruta & from Aryabhatta to Chandrayaan-3, take inspiration from them and work for the glorious future of the country with a broad mind. I firmly believe that… pic.twitter.com/Zfxb0xv9LL
— ANI (@ANI) September 5, 2023
তিনি আরও বলেন, "আমাদের শিক্ষক ও ছাত্রদের উচিত চরক (Charak) এবং সুশ্রুত (Sushruta) এবং আর্যভট্ট (Aryabhatta) থেকে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) পর্যন্ত বিশদ জ্ঞান সংগ্রহ করা, তাদের থেকে অনুপ্রেরণা নেওয়া এবং উদার মন নিয়ে দেশের গৌরবময় ভবিষ্যতের জন্য কাজ করা উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের শিক্ষক এবং ছাত্ররা একসঙ্গে ভারতকে কর্তব্য কালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার জন্য দ্রুত এগিয়ে নিয়ে যাবে।" আরও পড়ুন: Reasi Encounter: ভূস্বর্গে ফের গুলির লড়াই, সেনা ও পুলিশের যৌথ অভিযানে খতম কুখ্যাত জঙ্গি
দেখুন ভিডিয়ো:
#WATCH | On #TeachersDay, President Droupadi Murmu confers the National Teachers' Award 2023 to 75 selected awardees, in Delhi. pic.twitter.com/rK4SQcUb29
— ANI (@ANI) September 5, 2023