ছাত্রছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Picture Source: PTI)

কলকাতা, ১০ জুলাই: শুক্রবার প্রকাশ পেল ICSE (ক্লাস টেন) ও ISC-র (ক্লাস টুয়েলভ) ফল প্রকাশ করেছে CISCE। বিকেল তিনটেয় ফল প্রকাশ করেছে। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ পেয়েছে। cisce.org ও results.cisce.org তে ফল দেখা যাচ্ছে। পরীক্ষার ফলাফল কাউন্সিলের মেন ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে ও 'CAREERS' পোর্টালেও জানা যাচ্ছে।

রাজ্যের ফলাফলের সংখ্যা, আইসিএসই-তে মোট ছাত্র সংখ্যা ৩৭২৫৮। এর মধ্যে পাশ করেছে ৩৬৯২০ জন। অকৃতকার্য ৩৩৮ জন। অন্যদিকে আইএসসি-তে মোট ছাত্র ২৫০৫৮। পাশ করেছে ২৪৪৫৩ জন। অকৃতকার্য ৬০৫ জন। আইসিএসই-তে পাসের হার ৯৯.৩৩% ও আইএসসি-তে ৯৬.৮৪%। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) টুইট করেন-

আরও পড়ুন, নেপালের জাজারকোট ও সিন্ধুপালচকে ধস নেমে নিখোঁজ ৪৪ জন

যারা এখনও ফলাফল দেখেননি তারা CISCE আওতাধীন স্কুলগুলি প্রিন্সিপালের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 'CAREERS' পোর্টালে লগ ইন করে তাদের ছাত্রছাত্রীদের ফলাফল দেখতে পারেন।পরীক্ষার্থীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, এবং cisce.org তে লগ ইন করে তাদের ফলাফল দেখতে পাবে। ফলাফল এসএমএসেও জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে পরীক্ষার্থীদের তাদের ইউনিক আইডি 09248082883 নম্বরে নিম্নলিখিত ফর্ম্যাটে পাঠাতে হবে। ফর্ম্যাট হল-ICSE/ISC (Unique ID)।