ICSE, ISC Exams Results 2020: আগামীকাল ৩টেয় ICSE ও ISC-র ফল প্রকাশ, ফলাফল জানবেন কীভাবে?
প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ৯ জুলাই: আগামীকাল ICSE (ক্লাস টেন) ও ISC-র (ক্লাস টুয়েলভ) ফল প্রকাশ করবে CISCE। বিকেল তিনটেয় ফল প্রকাশ হবে। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল জানা যাবে cisce.org ও results.cisce.org তে।

পরীক্ষার ফলাফল কাউন্সিলের মেন ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে ও 'CAREERS' পোর্টালে জানা যাবে। CISCE আওতাধীন স্কুলগুলি প্রিন্সিপালের লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 'CAREERS' পোর্টালে লগ ইন করে তাদের ছাত্রছাত্রীদের ফলাফল দেখতে পাবে।পরীক্ষার্থীরা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, এবং cisce.org তে লগ ইন করে তাদের ফলাফল দেখতে পাবে। ফলাফল এসএমএসেও জানা যাবে। এসএমএসে ফলাফল পেতে পরীক্ষার্থীদের তাদের ইউনিক আইডি 09248082883 নম্বরে নিম্নলিখিত ফর্ম্যাটে পাঠাতে হবে। ফর্ম্যাট হল-ICSE/ISC (Unique ID)।

অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন:

  • প্রথমে 'CAREERS' পোর্টালে লগইন করে 'Examination System-এ ক্লিক করুন
  • মেনু বারে ICSE-তে ক্লিক করুন (ICSE-র জন্য) অথবা ISC-তে ক্লিক করুন (ISC-র জন্য)
  • 'Result Tabulation' -এ ক্লিক করুন, এরপর রেজাল্ট দেখাবে
  • এরপর ডাউনলোড করে প্রিন্ট করে নিন