নতুন দিল্লি, ১ এপ্রিল: করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে সারা দেশে। তাই ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সকল শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করার জন্য সিবিএসই (CBSE)-কে নির্দেশ দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (HRD Ministry)। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Union HRD Minister Ramesh Pokhriyal Nishank) বলেন, "করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আমি CBSE-কে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীকে পরবর্তী ক্লাস বা গ্রেডে উন্নীত করার পরামর্শ দিয়েছি।"
এছাড়া স্কুল-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ক্লাস নাইন ও ক্লাস ইলেভেনের ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করে দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, এবার যাদের উন্নীত করা হয়নি তারা অনলাইন বা অফলাইনে স্কুল ভিত্তিক পরীক্ষায় অংশ নিতে পারবে। আরও পড়ুন: Supreme Court: যাচাই না করে করোনাভাইরাস সংক্রান্ত খবর প্রকাশ নয়, সংবাদমাধ্যমগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
📢 Announcement
Due to the ongoing #COVID19 situation & keeping in mind the academic future of students, I have advised @cbseindia29 to conduct board examinations only for 29 main subjects that are required for promotion & maybe crucial for admissions in HEIs #IndiaFightsCorona pic.twitter.com/T5fNrrj6FT
— Dr Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 1, 2020
মন্ত্রীর টুইট, "ক্লাস নাইন ও ক্লাস ইলেভেনে পড়া ছাত্র-ছাত্রীরা এখন পর্যন্ত নেওয়া প্রজেক্ট, পিরিয়ডিক টেস্ট, টার্ম টেস্ট ইত্যাদি সহ স্কুলভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণি / গ্রেডে উন্নীত করে দেওয়া হবে।"