কলকাতা, ১০ সেপ্টেম্বর: বি.কম প্রথম সেমিস্টারের ফল (B.Com. Semester-I results 2020) প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। করোনা পরিস্থিতি ফলাফল অনলাইনে প্রকাশিত হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ এই ফল প্রকাশ হয়েছে। যারা এই পরীক্ষা দিয়েছিলেন তাঁরা এখন পরীক্ষার পোর্টাল wbresults.nic.in এ লগইন করে রেজাল্ট জানতে পারেন। এছাড়া এসএমএস-র মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।
কীভাবে অনলাইনে ফলাফল জানবেন:
প্রথমে wbresults.nic.in ওয়েবসাইটে যান
এরপর ' B.Com. Semester-I (Honours/General/Major) Examination - 2019 (Under CBCS)' লিঙ্কে ক্লিক করুন
রোল নম্বর এন্টার করুন ও সাবমিট বাটনে ক্লিক করুন
এরপর রেজাল্ট দেখাবে। রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।