Lalu Prasad Yadav (Photo Credits: FB)

নয়াদিল্লিঃ ফের বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) প্রধান লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)। মঙ্গলবার ফের একবার দুর্নীতি তদন্তে লালুকে তলব নফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। আগামীকাল, অর্থাৎ বুধবার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ‘চাকরির বিনিময়ে জমি’ মামলার তদন্তের স্বার্থেই তলব করা হয়েছে আরজেডি প্রধানকে। শুধু লালুই নন, এবার তাঁর সঙ্গে তলব করা হয়েছে স্ত্রী রাবড়ি-সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও।

ইডির হাত থেকে রেহাই নেই লালু প্রসাদের

প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়ায় লালুর। তার মধ্যে অন্যতম ছিল পশুখাদ্য দুর্নীতি মামলা। এই মামলায় পরবর্তীতে জেলে থাকতে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এ ছাড়া ২০০৪ সালে ইউপিএ সরকারের আমলে রেলের গ্রুপ-ডি পোস্টে চাকরি দেওয়ার বিনিময়ে তাদের থেকে সস্তায় জমি নেওয়ার অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। এখনও সেই মামলার তদন্ত চলছে। গত বছর য় দিল্লি আদালতে লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। লালুর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিসা ভারতীকেও এই মামলায় অভিযুক্ত হিসেবে দাবি করেন তদন্তকারীরা। এবার ইডির ডাকে সাড়া দেবে কিনা লালু প্রসাদের পরিবার নজর থাকবে সেদিকেই।

 নিয়োগ-দুর্নীতি মামলায় ফের লালু প্রসাদকে তলব ইডির