Google and Meta (Photo Credits: Pixabay, FB)

নয়াদিল্লি, ১৯ জুলাইঃ আচমকাই গুগল (Google) ও মেটাকে (Meta) নোটিস পাঠাল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে গুগল ও মেটার প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২১ জুলাই তলব করা হয়েছে তাঁদের। ইতিমধ্যে পাঠানো হয়েছে সমনও। অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলার তদন্তের অধীনে শনিবার এই সমন জারি করা হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

অনলাইন বেটিং অ্যাপ মামলার (Online Betting App Case) তদন্তে এবার ইডির আতশ কাঁচের নীচে টেক জায়ান্ট গুগল এবং মেটা। ইতিমধ্যেই অসংখ্য সেলিব্রিটি এবং প্রভাবশালী ব্যক্তি অবৈধ জুয়া প্ল্যাটফর্ম প্রচারের অভিযোগে ইডির তদন্তের আওতায় এসেছেন। এবার সমন পাঠানো হয়েছে গুগল এবং মেটাকে।

গুগল এবং মেটাকে তলব করল ইডি

ইডি আধিকারিকেরা অর্থ পাচার এবং হাওলা লেনদেন সহ গুরুতর আর্থিক অপরাধের জন্য তদন্তাধীন বেটিং অ্যাপ্লিকেশনগুলোর প্রচারে গুগল এবং মেটা সক্রিয়ভাবে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জানান, এই দুই প্রযুক্তি সংস্থা অনলাইন বেটিং অ্যাপগুলোকে বিজ্ঞাপনের জন্যে স্লট দিয়েছে। যার ফলে এই অবৈধ কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটেছে।

অনলাইন বেটিং অ্যাপ একটি বিশাল নেটওয়ার্কের আকারে ছড়িয়ে পড়েছে, সেই মামলারই তদন্ত করছে ইডি (ED)। তদন্তকারী আধিকারিকেরা জানান, গেমিং অ্যাপের ছদ্মবেশে প্রকৃতপক্ষে অবৈধ জুয়া খেলার ছক চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই প্ল্যাটফর্মগুলো কোটি কোটি টাকার অবৈধ তহবিলও তৈরি করেছে। এবং সেই টাকা হাওলা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানো হয়।