'জমির বদলে চাকরি' দুর্নীতি ইস্যুতে এবার দিল্লি সহ বিহারের বেশ কিছু জায়গায় তল্লাশি চালাল ইডি। লালু প্রসাদ যাদবের আত্মীয়দের বাড়িতে চালানো হয় তল্লাশি।
দিল্লিতে লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ভারতীর পাশাপাশি আরজেডির নেতা এবং প্রাক্তন বিদায়কের বিহারের বাড়িতেও চালানো হয় তল্লাশি। সূত্র অনুযায়ী দিল্লি, নিউ দিল্লি ক্যাপিটাল এবং বিহার মিলে মোট ১৫ টি জায়গায় চালানো হয় এই তল্লাশি।
শুধু বাড়িই নয় এই দুর্নীতির সঙ্গে অভিযুক্তদের অফিসেও চালানো হয় তল্লাশি। সিবিআইএর লালু প্রসাদকে জিজ্ঞাসাবাদের পর পরই বিভিন্ন জায়গায় ইডির এই তল্লাশি । মঙ্গলবার মোট দু দফায় লালু প্রসাদকে ৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই টিম। এছাড়া রাবড়ি দেবীকেও তার পাটনার বাড়িতে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআইয়ের টিম।
এই মামলায় ইতিমধ্যেই লালু-রাবড়ি সহ ১৪ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকা জেরে চার্জসিট ফাইল করেছে সিবিআই। গত মাসে দিল্লি আদালতের তরফ থেকে সমন জারি করে লালু এবং অন্যান্য অভিযুক্তকে ১৫ ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত েই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মদ্যে রয়েছে ভোলা যাদব, যিনি লালু প্রসাদের রেলমন্ত্রী থাকার সময় অন ডিউটি স্পেশাল অফিসার ছিলেন।হৃদয়ানন্দ চৌধুরী, যিনি একজন রেলওয়ে কর্মচারী ছিলেন এবং ধর্মেন্দ্র পাল নামের এক ব্যক্তি।
সিবিআইয়ের অভিযোগ ২০০৪ থেকে ২০০৯ সাল অবধি রেলমন্ত্রী থাকাকালীন জমির নেওয়ার বিনিময়ে চাকরি দিয়েছিলেন লালু এবং অন্যান্যরা । গত বছরের আগস্ট মাসেও বেশ কিছু স্থানে তল্লাশি চালিয়েছিল সিবিআই এর টিম।
ED raids multiple locations in Delhi, Bihar against Lalu Prasad's relatives in land for job scam
Read @ANI Story | https://t.co/ScZIIkQgC6#ED #Delhi #landforjobsscam #Bihar #LaluPrasad #RJD pic.twitter.com/Xda5PmBOV3
— ANI Digital (@ani_digital) March 10, 2023