দেশে আভ্যন্তরীন গোলযোগের কারণে ৬০ দিনের জন্য কার্ফু জারি করলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। শুধু দেশ নয় জেলখানার মধ্যেও জারি করা হয়েছে এই কার্ফু।
একটি বিবৃতিতে জানানো হয়েছে যে দেশে হিংসা ও অপরাধমূলক ঘটনার বাড়বাড়ন্তের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ নভেম্বর ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। বিগত বছর ধরে জেলখানার মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রনে রাখতে সেনা ও পুলিশকে আদেশ দিয়েছেন তিনি।
দেশের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে কিছু জিনিসের পরিবর্তন করতে হবে এবং পূর্বতর আইন দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে থাকতে দেওয়ার জন্য যথোপযুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।
নতুনভাবে দেশে যাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায় এবং জনগনের ভরসা ফিরিয়ে আনা যায় যায় সেই জন্যই এই কড়া পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
Ecuadorian President #DanielNoboa has decreed a state of emergency, imposing a curfew for 60 days throughout the country, including in prisons, due to the 'serious internal commotion' in several prisons.
The President said the measure is based on the 'factual situation' of… pic.twitter.com/OPK6zsOsqr
— IANS (@ians_india) January 9, 2024