প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লিঃ দিল্লি বিধানসভা নির্বাচনের(Delhi Assembly Election 2025) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির(Delhi) ৭০টি বিধানসভা কেন্দ্রে। ২০২০ সালেও এক দফাতেই নির্বাচন হয়েছিল দিল্লিতে। ফলপ্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার ফলে ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না দিল্লিতে। আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

প্রসঙ্গত, এবারের দিল্লি বিধানসভা ভোটে ত্রিমুখী লড়াই হতে চলেছে। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ময়দানে নামবে আম আদমি পার্টি। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি ও কংগ্রেস। ল আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস সে বার খাতাই খুলতে পারেনি। মাঝে কেটে গিয়েছে পাঁচটা বছর। বদলেছে বহু সমীকরণ। এ বারের লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা ঠাওর করা যাচ্ছে। দিল্লির মসনদে শেষ পর্যন্ত কে বসে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ