দিনেদুপুরে ধারালো অস্ত্র দেখিয়ে দিল্লিতে মোবাইল চুরি। বিগত কয়েকদিন ধরেই দিল্লির (Delhi) বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছিল। অভিযোগ আসছিল দিল্লি পুলিশের কাছে। এই ঘটনার তদন্তে নেমে বুধবার পূর্ব দিল্লির মধু বিহার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা, সে আবার জেলখাটা আসামী। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল ফোন এবং একটি চুরির বাইক। যদিও এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গ্রেফতার ৩ অভিযুক্ত

জানা যাচ্ছে, অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত ছুরি দিয়ে লোকদের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা পয়সা লুট করত এই চক্র। এমনকী ছিনতাইয়ের জন্য যে বাইক ব্যবহার করা হত, সেটিও ছিল চুরির। এদিন এলাকায় টহল দেওয়ার সময় আচমকাই পুলিশের সামনে চলে আসে এই চক্র। তারপর তাঁদের পিছু নিয়ে অবশেষে পূর্ব জেলা ও মধু বিহার থানার পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার এক কুখ্যাত অপরাধী

ধৃতদের মধ্যে ভানু মণ্ডল এক কুখ্যাত অপরাধী। সম্প্রতি সে ছাড়া পেয়ে আবারও অপরাধমূলক কাজকর্মে যুক্ত হয়েছে। অভিযুক্তদের বুধবারই আদালতে পেশ করা হয় হেফাজতে নেওয়ার জন্য।