নতুন দিল্লি, ১০ মে: করোনার আবহেই কেঁপে উঠল দিল্লি (Delhi)। দিল্লি ও পাশ্ববর্তী এলাকায় ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Siesmology) জানাচ্ছে, দুপুর ২টো নাগাাদ এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এটিকে মৃদু কম্পন বলা চলে।
এর আগে ১২ এপ্রিল কম্পন অনুভূত হয় দিল্লি পাশ্ববর্তী এলাকাতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৮ কিমি গভীরে পূর্ব দিল্লি। আরও পড়ুন: Earthquake In Delhi-NCR: দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প
Earthquake tremors felt in parts of #Delhi
According to National Center for Seismology, earthquake of magnitude 3.5 strikes #Delhi
— ANI (@ANI) May 10, 2020
৮ এপ্রিল ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে বাংলা। বেলা ১১.২৪ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বাঁকুড়া (Bankura), পুরুলিয়ার (Purulia) একাধিক জায়গায়। পাশাপাশি ভূমিকম্প পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur), আসানসোলও (Asansol)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। ভয়ে লকডাউন ভেঙে ঘরবন্দি মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।