ভূমিকম্প(Photo Credits: PTI)।

নতুন দিল্লি, ১২ এপ্রিল: দিল্লিতে ভূমিকম্প। কম্পন অনুভূত হয় পাশ্ববর্তী এলাকাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৮ কিমি গভীরে পূর্ব দিল্লি।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন। তিনি লিখেছেন, "কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। আশা করি সবাই নিরাপদে আছেন। আপনাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য আমি প্রার্থনা করছি।"

৮ এপ্রিল ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে বাংলা। বেলা ১১.২৪ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বাঁকুড়া (Bankura), পুরুলিয়ার (Purulia) একাধিক জায়গায়। পাশাপাশি ভূমিকম্প পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur), আসানসোলও (Asansol)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। ভয়ে লকডাউন ভেঙে ঘরবন্দি মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Siesmology) জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাঁকুড়ার শালতোড়া (Shaltora)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিমি নীচে অনুভূত হয়েছে এই কম্পন। অর্থাৎ এটিকে মৃদু কম্পনই বলা চলে।