
নয়াদিল্লিঃ মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মণিপুর (Manipur)। কম্পন অনুভূত হল মেঘালয় ও তার আশেপাশের অংশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১ টা বেজে ৫৪ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে। রাতে কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরে দুর্যোগ, বাজ পড়ে মৃত্যু কমপক্ষে ১০০ ভেড়া ও ছাগলের
মণিপুরে ভূমিকম্প, কম্পনের মাত্রা কত? জেনে নিন
জানা গিয়েছে, কম্পন অনুভূত হয় পড়শিদেশ বাংলাদেশেও। কেঁপে ওঠে উত্তর-পূর্ব বাংলাদেশের বিস্তীর্ণ অংশ। যদিও বাংলাদেশেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উল্লেখ্য,আগে গত ৫ মার্চ মণিপুরে পরপর দু'টি ভূমিকম্প হানা দেয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৫.৭ ও ৪.১। তবে সেবারও সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় তিনমাসের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্প, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়াচ্ছে।
ভূমিকম্পে কাঁপল মণিপুর, কম্পন অনুভূত হল পড়শিদেশ বাংলাদেশেও
EQ of M: 5.2, On: 28/05/2025 01:54:29 IST, Lat: 24.46 N, Long: 93.70 E, Depth: 40 Km, Location: Churachandpur, Manipur.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/CXdBtsn9lH
— National Center for Seismology (@NCS_Earthquake) May 27, 2025