Lightning, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ প্রবল ঝড়বৃষ্টি (Heavy Rain)। সঙ্গে বজ্রপাত (Lightning)। আর সেই বজ্রপাতের জেরে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) মৃত্যু প্রায় ১০০-এরও বেশী ছাগল ও ভেড়ার। গতকাল, অর্থাৎ মঙ্গলবার আচমকাই খারাপ হতে থাকে রাজৌরির আবহাওয়া। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে লাগাতার বজ্রপাত হতে থাকে। আর এই বজ্রপাতের জেরেই মৃত্যু হয়েছে এত সংখ্যক ভেড়ার। জানা গিয়েছে, মৃত ভেড়াগুলি রাজৌরির বাকারওয়াল সম্প্রদায়ের মানুষের।

দুর্যোগের জেরে মৃত্যু ১০০ -এর বেশি ভেড়ার

এই ভেড়ার উপর নির্ভর করেই সিংসার চলে তাঁদের। আর তাই এভাবে ভেড়াগুলির মৃত্যুতে মাথায় হাত ভেড়া মালিক আশরফ, ফকরদিনদের। ভেড়া না থাকলে কীভাবে রোজগার হবে? সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চান তাঁরা। সাহায্য ছাড়া এই বিপদ থেকে মাথা তুলে দাঁড়াতে পারবেন না তাঁরা, তাও জানানো হয় সরকারকে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার পর থেকেই আতঙ্কের অন্যতম জায়গা হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। লাগাতার কয়েকদিন প্রায় পর্যটকশূন্য কাশ্মীর দেখেছে মানুষ। ব্যবসায় মন্দা। ঘোড়া চালক থেকে ব্যবসায়ী চিন্তায় পড়েন কমবেশি সকলে। যখন এভাবে ক্ষতিগ্রস্ত কাশ্মীরের অর্থনীতি তখন এভাবে এতগুলি ভেড়ার মৃত্যুতে আরও বড় ক্ষতি হল কাশ্মীরের।

জম্মু কাশ্মীরে দুর্যোগ, বাজ পড়ে মৃত্যু কমপক্ষে ১০০ ভেড়া ও ছাগলের