শ্রীনগর, ২৬ সেপ্টেম্বর: ভূমিকম্পে (Earthquake) কাঁপল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, আজ দুপুর ১২ টা ২ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল গুলমার্গ (Gulmarg) থেকে ৯৪ কিমি উত্তরে। এছাড়াও ভূমিকম্পের কারণে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
আজ ভোররাতে হালকা ভূমিকম্পে কাঁপে লাদাখ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। রাত ২টা ১৪ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্প হয়।হয়েছিল, জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের (এনসিএস) জানিয়েছে। আরও পড়ুন: Bollywood Drug Probe: দীপিকা পাদুকোনের পর জিজ্ঞাসাবাদের জন্য NCB অফিসে হাজিরা শ্রদ্ধা কাপুরের
Earthquake of Magnitude:4.5, Occurred on 26-09-2020, 12:02:03 IST, Lat: 34.70 & Long: 74.22, Depth: 10 Km ,Location: Jammu and Kashmir
for more information https://t.co/8wssJ3b6zl@ndmaindia pic.twitter.com/bYmYPSLCwT
— National Centre for Seismology (@NCS_Earthquake) September 26, 2020
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, গুলমার্গের ২৮১ কিমি উত্তরে ৩.৭ মাত্রার এই ভূমিকম্প হয়।