![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/01/PM-Modi-at-Hubballi-380x214.jpg)
ত্রিপুরায় সিংহাসন ধরে রাখতে মরিয়া বিজেপি প্রচারে ব্যবহার করল তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় দলকে জেতাতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলায় জনসভা থেকে মোদীর মুখে উঠে এল ডবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। পাশাপাশি ত্রিপুরায় বাম অপশাসনের কথা বলে বোঝালেন, বিজেপি সেখানে কতটা ভাল কাজ করছে। জনসভায় মোদী দাবি করেন, আগে ত্রিপুরায় পুলিশ স্টেশনগুলি সিপিএমের ক্যাডাররা দখল করে রাখত, কিন্তু এখন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ত্রিপুরায় মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, মহিলাদের পক্ষে বেঁচে থাকা সহজ হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ত্রিপুরায় এক দফায় ৬০টি বিধানসভা আসনে নির্বাচন। ফলপ্রকাশ
ভোটের বছর খানেক আগে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা-কে এনে ড্য়ামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে বিজেপি। দলীয় অন্তর্দ্বন্দ্ব, শরিকদের সঙ্গে রাখতে না পারা, কিছু প্রতিশ্রুতি রাখতে না পারায় ত্রিপুরায় চাপে বিজেপি সরকার। সেটা বুঝেই বোধহয় আগরতলার সভায় বিরোধীরে ওপর আক্রমণের সুর চড়ালেন মোদী।
দেখুন টুইট
Earlier police stations in Tripura were captured by the CPM cadre but now under BJP rule, there's a rule of law in the state. Now, there's women empowerment in the state & there is an ease of living: PM Modi at an election rally at Ambassa, Tripura#TripuraElections2023 pic.twitter.com/i5WWI2elyv
— ANI (@ANI) February 11, 2023
বিজেপিকে হারাতে এবার ত্রিপুরায় একটা সময় যুযুধান দুই পক্ষ সিপিএম ও কংগ্রেস হাত মিলিয়েছে। বিরোধী জোট নিয়েও তীব্র কটাক্ষ করেন মোদী। এদিন, প্রধানমন্ত্রীর আগরতলায় বেশ ভালই ভিড় হয়েছিল। প্রধানমন্ত্রীর জনসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ দলের প্রার্থীরা।