'ভারত জোড়ো যাত্রা' সেরে সংসদে ফিরে স্বমহিমায় রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর সঙ্গে আম্বানির অশুভ আঁতাতের একের পর অভিযোগ তুলে সংসদে ঝড় তুললেন কংগ্রেসের শীর্ষ নেতা-সাংসদ। আদানি ইস্য়ুতে সোচ্চার রাহুল কটাক্ষের সুরে বললেন, " আমরা দেখছি আগে প্রধানমন্ত্রী মোদী আদানির বিমানে চড়ে সফর করছেন, এখন দেখছি মোদীজির বিমানে চড়ে সফর করছেন আদানি।" তার মানে শেয়ার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত আদানিকে আড়াল করার চেষ্টা করছেন মোদী। এমনটাই বোঝাতে চান কেরলের ওয়ানড়ের সাংসদ। সংসদে নিজের বক্তব্যের মাঝেই আদানির সঙ্গে মোদীর হাসি মুখের ছবিও বের করে সবাইকে দেখান রাহুল। যা নিয়ে আপত্তি জানান লোকসভার স্পিকার।
দেখুন টুইট
Why Modi doesn’t want a discussion on Adani?
Investigation can begin by examining the log book of the Adani aircraft used by Modi in 2014, and finding out if the flights were paid for by Modi? And how? pic.twitter.com/hd8NOKzU9y
— JayKay (@JayKay074) February 6, 2023
গত ২০ বছরে ইলেক্টরাল বন্ডের মাধ্যমে আদানি কত টাকা বিজেপি-কে দিয়েছি তা জানতে চান রাহুল। সঙ্গে রাহুল বলেন, মোদী-আদানি অশুভ আঁতাতের বিষয়টা গুজরাটে আগেই ছিল, তারপর সেটা গোটা ভারতে ছড়িয়ে পড়ে, আর এখন সেটা আন্তর্জাতিক মহলে চলে গিয়েছে। আরও পড়ুন-৫.৪ মাত্রার ভূমিকম্পে পঞ্চমবার কেঁপে উঠল তুরস্ক, মৃত্যু মিছিল ৫ হাজারে
দেখুন টুইট
In 2022,Chairman of Sri Lanka electricity board informed parliamentary committee in Sri Lanka that he was told by Pres Rajpaksa that he was pressured by PM Modi to give wind power project to Mr Adani. This isn't India's foreign policy,it's policy for Adani's business:Rahul Gandhi pic.twitter.com/V4lR4jjb3h
— ANI (@ANI) February 7, 2023
এদিন সংসদে বিজেপি সরকারের বিরুদ্ধে আরও একটা বড় অভিযোগ তোলেন রাহুল। রাহুল বলেন, " শ্রীলঙ্কার সংসদীয় কমিটিকে সে দেশের বিদ্যুত পর্ষদ গত বছর জানায় যে প্রেসিডেন্ট রাজাপাক্ষেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাপ দেন যাতে হাওয়া-চালিত বিদ্যুতের গোটা প্রজেক্টটাই মিস্টার আদানি পান। এটা ভারতের বৈদেশিক নীতি নয়, এটা হল আদানির ব্যবসাকে চালানোর নীতি।"