Japanese FM With Jaishankar (Photo Credit: ANI)

জাপানের বিদেশন্ত্রী যোশীমাসা হায়ানসি ভারতে এসেছেন। জাপানের বিদেশমন্ত্রী ভারতে আসার পর তাঁর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মলেনে বসেন ভারতের বিদেশমন্ত্রী েস জয়শঙ্কর। ভারতের আরআরআর সিনেমার প্রশংসা করে নাটুনাটুর অস্কার জের প্রসঙ্গে উল্লেখ করেন জাপানের বিদেশমন্ত্রী। এমনকী, জাপানের প্রধানমন্ত্রী নাটু নাটুর ধুনে নাচতেও চান বলে জানান। যা শুনে হেসে ফেলেন জয়শঙ্কর। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী মজা করে জানান, তিনি নাটু নাটুর ধুনে নাচতে পারবেন না। ফলে নাটু নাটুর প্রসঙ্গ উত্থাপন করে হেসে ফেলেন দুই দেশের বিদেশমন্ত্রীই।