
পহেলগামে পাক জঙ্গিদের হামলা হোক বা অপারেশন সিঁদুরের মতো মিশন, ভারতকে ইসরায়েল, রাশিয়ার পাশাপাশি সমর্থন জানিয়েছিল ইতালিও। সেই কারণে ভারতের সর্বদলীয় নেতৃত্বের সফরে ইতালি গিয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদি, রবিশঙ্কর প্রসাদের একটি প্রতিনিধি দল। এদিকে আজই ইতালির জাতীয় দিবস। আর সেই উপলক্ষে নয়াদিল্লিতে ইতালির দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Dr S Jaishankar)। সেখানে তিনি ইতালি ও ভারতের সুসম্পর্ক নিয়ে মন্তব্য করেন।
ইতালির দূতাবাসে বিদেশমন্ত্রী
জয়শঙ্কর বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গির হামলার পর ইতালির রাষ্ট্রদূত যেভাবে ভারতের সংহতি ও সমর্থন করেছিল, তার জন্য আমরা কৃতজ্ঞ। ভারত সন্ত্রাসি কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছে এবং পরিমিত প্রতিক্রিয়া জানিয়েছে। আর এই বিষয়ে বিশ্বের একাধিক দেশ ভারতকে সমর্থনও জানিয়েছে। আমরা বিশ্বাস করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই জিরো টলারেন্স নীতিকে গোটা বিশ্ব সমর্থন জানাবে।
দেখুন ডঃ এস জয়শঙ্করের বক্তব্য
#WATCH | Delhi | EAM Dr S Jaishankar attends a program at the Embassy of Italy to celebrate Italian National Day.
He says, "...We are thankful to the Ambassador for Italy's solidarity and support to India, following the barbaric terror attack in Pahalgam in J&K. India gave a… pic.twitter.com/Q0ZOzVnW1j
— ANI (@ANI) May 28, 2025
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার একমাস কেটে গিয়েছে। এরমধ্যে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। তার পাল্টা জবাব পাকিস্তান দিতে চাইলেও তা সফলভাবে প্রতিরোধ করে এবং পাল্টা পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা।