PM In E Vitara Launch (Photo Credit: X/ANI)

E Vitara: মারুতি সুজ়ুকির প্রথম ইলেকট্রিক গাড়ি সামনে এল। গ্র্যান্ড ভিটারাকে এবার ই-ভিটারা বলে সামনে আনা হল। গুজরাটের হনসলপুরে এই প্রথম মারুতির প্ল্যান্ট তৈরি হল। হনসলপুরের ওই প্ল্য়ান্ট থেকেই তৈরি হবে ই-ভিটারা (E Vitara Price)। জাপান (Japan), ইউরোপের (Europe) একাধিক দেশে এই ই-ভিটারার রফতানি করা হবে ভারত থেকে। জানা যায়, প্রায় ১০০টি দেশে যাবে ই-ভিটারা। প্রাথমিকভাবে এমন খবর সামনে আসছে। যা গাড়ি শিল্পে ভারতের (India) মানচিত্রে অন্যতম বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

ই-ভিটারার উদ্বোধনে হাজির হয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যখন বৈদ্যুতিন গাড়ি চালাবেন, তখন তাঁরা বলবেন, এটি ভারতে তৈরি। যা অত্যন্ত গর্বের।

বর্তমানে মারুতি সুজ়ুকি ( Maruti Suzuki) ভারতের সবচেয়ে বড় কার মেকার। যা বর্তমানে ২.৬ মিলিয়ন গাড়ির উৎপাদন করে ভারতে। মারুতির বিভিন্ন ধরনের মডেলের পাশাপাশি গ্র্যান্ড ভিটারাও তুমুল জনপ্রিয়তা পায়। এবার সেই গ্র্যান্ড ভিটারাকেই ই-ভিটারা হিসেবে সামনে আনল মারুতি সুজ়ুকি।

ই-ভিটারা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী দেখুন...

 

এই গাড়িতে এলইডি আলো, ১৮-১৯ ইঞ্চির চাকা, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, পাওয়ারড ড্রাইভার সিট, ওয়্যাললেস চার্জার, জেবিএল প্রিমিয়াম অডিয়ো সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামরা এবং সানরুফ রয়েছে। এই সমস্ত ফিচার যখন মারুতি সুজ়ুকির কোনও গাড়িতে যোগ হল, তা এক কথায় অনবদ্য বলেই মনে করছেন গাড়ি প্রেমীরা।