রাঁচি, ২৬ সেপ্টেম্বর: ভ্যাটিকান সিটির (Vatican City) আদলে তৈরি করা হয়েছে দুর্গা পুজোর (Durga Puja 2025) প্যান্ডাল। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভ্যাটিকান সিটির আদলে দুর্গা পুজোর প্যান্ডাল কেন তৈরি করা হবে, তা নিয়ে রেগে গিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি-র (VHP) দাবি, ভ্যাটিকান সিটির আদলে রাঁচিতে যে দুর্গা পুজোর প্যান্ডাল তৈরি করা হয়েছে, তা মানুষের হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। তাই এই কাজ কখনও পুজো কমিটির করা উচিত হয়নি বলে ভিএইচপি-র তরফে জানানো হয়।
বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাঁচির ওই প্যান্ডালের উল্লেখ করেন এবং ক্ষোভ উগরে দেন।
ভ্যাটিকান সিটি হল ইউরোপের ছোট্ট একটি দেশ। যা রোমান ক্যাথোলিকদের চার্চের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। গোটা বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল এই ভ্যাটিকান সিটি।
এদিকে সর্বধর্ম সম্মন্বয়ের লক্ষ্যেই এই পুজো প্যান্ডাল তৈরি করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট পুজো কমিটির।
দেখুন ভ্য়াটিকান সিটির থিমে দুর্গা পুজোর প্যান্ডাল তৈরি করে বিতর্কে রাঁচির এই পুজো কমিটি...
Jharkhand News : VHP objects to Vatican City themed Pooja Pandal in Ranchi, claims it promotes religious conversion. pic.twitter.com/ViWlUXGgDB
— News Arena India (@NewsArenaIndia) September 26, 2025