নয়াদিল্লিঃ নেশার ঘোরে সদ্যজাত (Infant) শিশুর উপর বসে পড়ল বাবা। দমবন্ধ হয়ে মৃত্যু ২৮ দিনের শিশুর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) নির্মল জেলার খানাপুর শহরের সুভাষ নগর এলাকায়। অভিযুক্ত যুবকের নাম আলাকুন্তা শেখর। বয়স ২২। সম্প্রতি এক ফুটফুটে কন্যাসন্তারে জন্ম দেন আলাকুন্তার স্ত্রী সুজাথা। সন্তানকে নিয়ে নিজের বাবার বাড়িতে ছিলেন সুজাথা। মঙ্গলবার, কর্মক্ষেত্র থেকে ফিরে সোজা শ্বশুরবাড়িতে যান আলাকুন্তা। মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। সেই সময় খাটের মধ্যে শুয়েছিলেন সুজাথা। পাশেই ঘুমাচ্ছিল শিশুকন্যা। গায়ে চাপা দেওয়া ছিল চাদর। তা দেখতে না পেয়ে শিশুর উপর বসে পড়েন তিনি।
নেশার ঘোরে মেয়েকে খুন করে বসল বাবা
এরপরই দমবন্ধ হয়ে মৃত্যু হয় শিশুর। নাক দিয়ে রক্তপাত হয় শিশুকন্যার। এরপরই পুলিশের দ্বারস্থ জন মৃত শিশুকন্যার দাদু অর্থাৎ অভিযুক্তের শ্বশুর। সুজাথার অভিযোগ, জামাই মোটেই ভাল ছিল না। মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইছিল। মদের নেশা ছিল। মেয়ের উপর অত্যাচার করত। তাই আমারা সেখানে যেতে দিতে চাইনি। মঙ্গলবার আচমকা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে হাজির হয়। এরপর এই ঘটনা ঘটায়। ইতিমধ্যেই খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে বাবা আলাকুন্তাকে।
মদের নেশায় মেয়ের উপর বসে পড়ল বাবা, দমবন্ধ হয়ে মৃত্যু ২৮ দিনের শিশুর
Hyderabad Horror: Drunk Father Sleeps on Top of 28-Day-Old Baby Girl, Infant Dies of Suffocation #Hyderabad #BabyGirl
— LatestLY (@latestly) May 22, 2025
— LatestLY (@latestly) May 22, 2025