নয়াদিল্লিঃ কলকাতার ঠাকুরপুকুরে (Thakurpukur Accident) ভরা বাজারে ৬ জনকে পিষে দিয়েছে গাড়ি। গ্রেফতার হয়েছেন টলিউড (Tollywood) ডিরেক্টর (Director)। এই ঘটনায় যখন শোরগোল পড়েছে চারিদিক তখন রাজস্থানে ফের হিট অ্যান্ড রানের ঘটনা। জয়পুরের রাস্তায় ৯ জনকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু ২ পথচারীর। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে বাকি সাতজন।
জয়পুরে হিট অ্যান্ড রান, মৃত্যু ২ জনের
জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন চালক। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, অন্যদিকে ইতিমধ্যেই চর্চায় কলকাতার ঠাকুরপুকুরের ঘটনা। রবিবার সকালে ভরা বাজারে পথচারীদের পিষে দেয় একটি কালো গাড়ি। জানা গিয়েছে ওই গাড়িতে ছিলেন টলিউডের এক ডিরেক্টর ও তাঁর বন্ধুরা। মদ্যপ অবস্থায় উদ্ধার করা হয় তাঁদের। গণপিটুনির শিকার হন ওই ডিরেক্টির ও তাঁর বন্ধু। পালিইয়ে যান গাড়িতে থাকা আরও দুই সঙ্গী। জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন টলিউডের অভিনেত্রী। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁদের। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই পরিচালক। জামিনে ছাড়া পেয়েছেন মহিলা সহযাত্রী।
আরও পড়ুনঃ 'গাড়িতে ছিলাম না', ঠাকুরপুকুর দুর্ঘটনা থেকে নিজেকে সরাচ্ছেন স্যান্ডি সাহা, কী বললেন আরিয়ান?
ঠাকুরপুকুর কাণ্ডের ছায়া, ৯ জনকে পিষে দিল গাড়ি
Hit-and-Run in Jaipur: Drunk Driver Mows Down 9 Pedestrians With Speeding Car, Leaves 2 Dead and 7 Injured; Disturbing Video Surfaceshttps://t.co/M09BmS7dXM#Jaipur #HitandRun #Rajasthan @Zinda_Avdhesh
— LatestLY (@latestly) April 8, 2025